গত ৪ঠা জুলাই ২০২৪ ইংরেজী তারিখে সম্পন্ন হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন। এতে বিশ্বনাথের পল্লী গাঁয়ের সোনার মেয়ে রোশনারা আলী ৫ম বারের মত এম.পি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১ হাজার ৬ শত ৮৯টি ভোটের ব্যবধানে হারিয়ে যুক্তরাজ্যের লন্ডন সিটির বেথনাল গ্রীন এন্ড ষ্টেপনী আসন থেকে বিজয়ী হয়েছেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে রোশনারা আলী পেয়েছেন ১৫,৮৯৬টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরেক বাংলাদেশী স্বতন্ত্র প্রার্থী আজমল মসরুর পেয়েছেন ১৪,২০৭টি ভোট। রোশনারা আলী ২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাঙালী এম.পি হয়ে ইতিহাস গড়েছিলেন। দীর্ঘ ১৪ বছর পর লেবার পার্টি এবার একক সংখ্যাগরিষ্ট আসন পেয়ে সরকার গঠন করেছে। ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের এম.পি হিসাবে দীর্ঘদিন ছায়া মন্ত্রী থাকা রোশনারা আলী এবার মন্ত্রী হবেন সেই প্রত্যাশা ছিল যুক্তরাজ্য বাঙালী কমিউনিটির ও দেশবাসীর। আপন যোগ্যতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর মন্ত্রী সভায় স্থান করে নিলেন বিশ্বনাথের পল্লী গাঁয়ে জন্ম নেওয়া বাংলাদেশী বংশোদ্ভূত রোশনারা আলী। তাকে গতকাল হাউজিং, কমিউনিটিজ এন্ড লোকাল গভর্মেন্ট মিনিস্টার এরমত গুরুত্বপূর্ণ মিনিষ্ট্রিতে নির্বাচিত করা হয়েছে। রোশনারা আলীকে অভিনন্দন জানিয়েছেন তার জন্মভূমি বিশ্বনাথের স্থানীয় এম.পি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী সহ বিশ্বনাথের বিশিষ্টজনরা।.
রোশনারা আলীর পরিচয়:-.
.
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পতির ২য় কন্যা এবার ব্রিটিশ পার্লামেন্টে পঞ্চম বারের মত নির্বাচিত হওয়া বাঙালী এমপি রোশনারা আলী ১৯৭৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহন করেন। তার ডাক নাম স্বপ্না।.
রোশনারা আলীর ছেলেবেলা:-.
.
রোশনারা আলীর ছেলেবেলা বাবার বাড়ি ও মামার বাড়ি পাশাপাশী হওয়ার কারনে দুই বাড়িতে খুব সহজেই যাতায়াত করতেন রোশনারা আলী। তবে তার শৈশবের সেই সোনালী দিন গুলোর বেশি সময় কেটেছে মামার বাড়িতে। আর তাই ছোট বেলার বেশীর ভাগ সময়ই তার কেটেছে নানী মরহুমা গুলেস্তা বিবির সান্নিধ্যে। আর তিনিও ছিলেন নানীর অন্যতম কাছের ও প্রিয় এক নাতিন। আর আদরের প্রিয় নাতিন রোশনারা আলী ওরফে স্বপ্নার লেখাপড়া যাতে ঠিকমতো হয় সেজন্য নানী নিজ বাড়িতে লজিং মাস্টার হিসেবে রেখে ছিলেন মাস্টার ফখরুদ্দিনকে।.
বিলাতে পাড়ি:-.
.
রোশনারা আলী ১৯৮২ সালে মাত্র ৭ বছর বয়সে প্রবাসী বাবা আফতাব আলী, মা রানু বেগম ও ভাইবোনের সাথে পাড়ি দেন বিলাতে। পেছনে রেখে যান শৈশবের সেই সোনালী দিন গুলোর আনন্দ বেদনার স্মৃতি। কি জানি, হয়তো সে একদিন স্বপ্ন দেখেছিল বড় কিছু হওয়ার। সৃষ্টি কর্তার ইচ্ছা ছিল বলেই অজপাড়ায় জন্ম নেওয়া এই কিশোরী এখন ব্রিটেনের হাউস অব কমন্সে বাঙ্গালীদের প্রতিনিধিত্ব করছেন।.
রোশনারা আলীর লেখাপড়া ও কর্মজীবন:-.
.
রোশনারা আলী লন্ডনের মালবারি স্কুল ও টাওয়ার হ্যামলেটস কলেজে লেখাপড়া শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে গ্রাজুয়েশন করেন। কর্মজীবন শুরু করেন ইস্ট অ্যান্ডেই। এডুকেশন, লিডারশিপ, হেলথ, সোশ্যাল পলিসি অ্যান্ড ইনোভেশন ইত্যাদি বিষয়ে মুলধারায় প্রচুর লেখালেখিও রয়েছে তার। বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে হিউম্যান রিসার্চ ফেলো এবং সাবেক এমপি উনা কিংয়ের পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে রোশনারা কাজ করেছেন। তিনি ছিলেন টাওয়ার হ্যামলেটস সামার ইউনিভার্সিটি এবং সামার ইউনিয়ন লন্ডনের চেয়ারপার্সন।.
মন্ত্রীসহ বিশিষ্টজনদের অভিনন্দন:-.
.
বিশ্বদরবারে বিশ্বনাথের মেয়ে রোশনারা আলী প্রথম বাংলাদেশী হিসেবে এম.পি ও মন্ত্রী যে অনন্য ইতিহাস গড়লেন তার জন্য তাকে তার জন্মস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথের স্থানীয় এম.পি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক এম.পি ইয়াহহিয়া চৌধুরী,মোকাব্বির খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী,সাবেক চেয়ারম্যান এস.এম.নুনু মিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, করিমা বেগম, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি,অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান,বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুকআহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছআলী, সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া , বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও মহব্বত আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ,বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট'র সভাপতি মাফিজ খান, সাধারণ সম্পাদক গোলজার খান, বিশ্বনাথ থানা সমিতি সিলেটের সাধারণ সম্পাদক শেখ মোঃ আজাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু,সাবেক সভাপতি মোঃ রহমত আলী,রফিকুল ইসলাম জুবায়ের,মিজানুর রহমান মিজান ও কাজী মোঃ জামাল উদ্দিন । সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ ও সাবেক সাধারণ সম্পাদক প্রনন্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, শফিকুল ইসলাম,এইড ইউ.কের সভাপতি আব্দুর রহিম রন্জু,সাবেক সভাপতি খালেদ খান, মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, সহ বিশ্বনাথের বিশিষ্টজনরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।. .
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ(সিলেট) থেকে মিজানুর রহমান মিজান:-
আপনার মতামত লিখুন: